দর্শনীয় স্থান

বিনোদিয়া ফ্যামিলি পার্ক

যশোর শহরের যেকোন স্থান হতে রিক্সা অথবা ইজি বাইকে করে পালবাড়ী মোড়ে আসুন। পালবাড়ী মোড় থেকে কিছু ইজিবাইক ৪/৫ জন যাত্রী নিয়ে চুরামনকাঠির দিকে যায়। আপনি এই ইজিবাইকে চেপে বসুন। মাত্র ৫/৭ মিনিটের পথ। ইজিবাইক চালক আপনাকে যথা স্থানে নামিয়ে দেবে। ভাড়া সর্বোচ্চ ৫/১০ টাকা। যদি একত্রে ৪/৫ জন যান তাহলে ইজিবাইক রিজার্ভ করে যাওয়াটাই ভাল। আপনি ব্যক্তিগত গাড়ী অথবা রিক্সা ভাড়া করেও যেতে পারবেন। এরপর ২০০ গজ হাঁটলেই পৌঁছে যাবেন বিনোদিয়া পার্কে। পার্কের গেইট থেকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করুন বিনোদিয়া পার্কে।

ativador office 2021  ativador office 365

Leave a Reply